ফেলে আসা কলেজের এই দিনে,
সাজতাম চাঁপাহলুদ লাল পাড়ে-
মাথায় সূর্যমুখীর ছটা নিয়ে;
মাতাতাম স্বপ্নীল রামধনু দিয়ে।


সেই যে কলেজের ব্যালকনি থেকে,
ইশারায় কাবু পথে যেতে যেতে-
মন পাখি দুজনার হৃদ সুখে;
উড়ত যে মেলে ডানা সাথে সাথে।


সুতোর মহাপ্যাচে কাটা ঐ ঘুড়িটা,
আজও ছাদের খাঁজে খুঁজি সিগারটা-
মনের চমকে ভাসে হঠাৎ ছোঁয়াটা ;
পড়ি আজও সেই চাঁপাহলুদ শাড়ীটা।


দিনগুলো আজও হৃদয়ে ভাসে,
তোমার প্রতীক্ষায় থাকিনি লাজে-
জীবনের এই মাঝ লগন সাঁঝে;
পাওয়া চাওয়া নাই কিছু দুখ মাঝে।