আজকে ভোটে ব্যস্ত সবে,
স্বপ্ন রঙিন পাখায়-
আঠার থেকে বয়স শেষে;
বোতাম পেষে আশায়।


কাস্তে তারায় ফুলের শোভা,
হরেক রঙের বাহার-
হচ্ছে পূরণ ব্যালট প্রভা;
ভাগ্য জেতে কাহার।


অস্ত্র হাতে পাহারা কত,
এদিক ওদিক কাঁপায়-
পোলিং পার্টি বেচারা যত;
নাস্তা নাবুদ খাঁচায়।


দিনটা আজি ব্যস্ত তারা,
দলের খোকা খুকি-
আমি তুমি ছুটির ধারায়;
সারাটা দিন সুখী।