জন্ম নিয়েই মাগো আমি,
হয়েছি যে ঋণী।
দিনে দিনে ঋণের বোঝা,
হয়ে গেছে ভারী।
হিসাব আমি রাখিনি মা-
কত দিলে তুমি।
কত দিল তোমার সংসার
করতে আমায় দামী।
কত কষ্ট করেছো মা
আমায় বড় করতে-
খেতে দিতে আমায় মাগো
নিজে না খেয়ে।
দেখতে আমার বড় হওয়া -
বাড়ির সবাই মিলে।
দান করেছো নিঃস হয়ে
আমায় দু-হাত ভরে।
আজ; নিজের মূল্য বুঝতে গিয়ে
ফিরে দেখি পিছে-
অনেক মূল্যের হিসাব মাগো
করতে হবে আগে।
নিঃস্বার্থ ভালোবসার মূল্য কত মাগো
দাও  আমাকে বলে-
কোথাও আমি পেলাম না তো
এর সমমূল্য খুঁজে।
দান নিয়েছি হাত পেতে যা
মাগো বে-হিসাবী হয়ে-
সে ঋণের হিসাব মাগো আমি
আজ করব কেমন করে।
সুদ ছাড়া এই ঋণ গুলো মা
সুদের চেয়ে ভারী-
দিনের ঋণ মা দিনে শুধা যায়
জীবনের ঋণ শুধিতে না পারি।