ওরা, স্বপনে হাসায়/ জাগরণে কাঁদায়।
ওরা, পলকে আসে/ পলকে হারায়।


ওরা, সুসময়ে আপন করে/ অসময়ে করে পর।
ওরা, মুহূর্তে ভালোবাসে/ মুহূর্তে ভাঙে অন্তর।


ওরা, না চাইলেও করে দান/ চাইলেই যেন নিষ্প্রাণ।
ওরা, অল্পতেই করে মান/ আধিক্যেও অভিমান।


ওরা, বোঝালে সবই বোঝে/ না বোঝাকে শ্রেয় ভাবে।
ওরা, স্বার্থকে বড় করে/ পরার্থে স্বান্তনা ছোড়ে।


ওরা, নিজরূপে আত্মহারা/ নিজেকে ভাবে পবিত্র।
ওরা, নিজ দর্পে দিশাহারা/ অপরকে করে কলঙ্কিত।


ওরা, স্বীয় প্রতিজ্ঞায় করে ছলনা/ অপরের ভালোবাসা বোঝে না।
ওরা, চিনচেনা চিরজানা/ ভালোবেসে বলি যাদের প্রিয়তমা।