শ্রীদেবী, আমার ভালোবাসার দেবী।
কপলে সিঁদুর, হাতে শঙ্খ চুড়ি, খোলা চুলে মাধবী।
ধৃত বর্ণ দেহে জড়ানো শ্বেত বসন-
ঠোঁটের কোণে মায়াবী হাসি।
ছন্দহীন কবিতায় আমি অর্চনা করি।
জানি এ পাপ! পর স্ত্রীকে স্মরণে রাখা।
তবুও ক্ষমা চাইতে পারব না।
কতবার ক্ষমা করবে তার ধর্মপতি?
একবার-দু’বার-শতবার? তার চেয়ে অধিক কি পারবে?
না না এতবড় হৃদয় হয়তো তার নেই।
থাকলে আমি আজ পূজারী হতাম না।
সহস্র কোটি বার শ্রীদেবী নাম জপ করতে হতো না।
শুধুমাত্র পরজনমে তাকে পাবার আশায়।