ইচ্ছা ছিল এই জীবনে ভালোবেসে দুজন মিলে
বাঁধব সুখের ঘর।
ভালোবেসে ঘর যে বাঁধ, শুধু- আমি সেথা পর।
ইচ্ছা ছিল জ্যোৎস্না রাতে ব্যালকনিতে দুজন বসে
গুনব রাতের তারা।
আকাশেতে চাঁদনী জাগে, শুধু- আমি থাকি সাথীহারা।
ইচ্ছা ছিল কুয়াশাতে সিক্ত পথে দুজন চলে
আঁকব পায়ের চিহ্ন।
ঘাসের উপর শিশির জমে, শুধু- আমি আজি শুন্য।
ইচ্ছা ছিল খুব সকালে বকুল তলে দুজন গিয়ে
গাঁথব প্রেমের মালা।
বকুল ফুলে শাখা ভরে, শুধু- আমি পাই না সে বেলা।
ইচ্ছা ছিল গোধূলিতে খোলা মাঠে দুজন সুখে
গাইব প্রেমের গান।
বসন্ত এসে ফিরে গেল, শুধু- আমি পেয়েছি তব মান।
ইচ্ছা ছিল বাদল দিনে উঠান মাঝে দুজন সেজে
ভিজব বারিধারায়।
বৃষ্টিতে ভিজিলো প্রকৃতি, শুধু- আমি ভিজি কান্নায়।