দুঃখ ,কষ্ট, হতাশা -এগুলোর জন্ম কোথা হতে?
অভাব, দারিদ্রতা, না পাওয়া আর হারিয়ে যাওয়া থেকে।
অসহায়বোধ, অপমানবোধ কিসের সৃষ্টি?
আশ্রয়হীনতা আর সম্মানের সৃষ্টি।
গর্ব, অহংকার মানুষ কেন করে?
প্রয়োজনের অধিক সম্পদ আর সম্পত্তি হলে।
গঞ্জনা, সমালোচনা মানুষ কখন করে?
নিজের স্বার্থ আর লাভে টান পড়লে।
বিনয়ী, নম্র আর ভদ্র মানুষ কিভাবে হয়?
বিপদ, দুর্দশা আর ভয়ের মাঝে যখন নিজেকে খুঁজে পায়।