আমি রাজন বলছি মা- বলো কোথায় তোমার আল্লাহ?
যখন ভুল না করেও ক্ষমা চেয়েছি শতবার
বাঁচার জন্য কেঁদেছি সহস্রবার
যখন চোখের পানি শুকিয়ে গেছে
শরীরের সমস্ত রোমকূপ থেকে রক্ত ঝরেছে
আমার সে কান্নার স্বাক্ষী হতে।
তবুও আমায় বাঁচতে দিল না।
আমায় বাঁচতে চেয়েছিলাম মাগো, ওরা আমায় বাঁচতে দিল না।
আমি রাজন বলছি মা- বলো কোথায় তোমার আল্লাহ?
যখন ঔ নপুংশুকেরা নিষ্ঠুর ভাবে আমাকে রড দিয়ে মারতে লাগল;
যখন আমি চিৎকার করে ডাকছিলাম মহান আল্লাহকে একগ্লাস পানির জন্য।
বিনিময়ে পেলাম আমার দেহের রক্তমাখা ঘাম।
ভাবতে পার মা, সে কী অসহনীয় আর নির্মম?
মাগো, তুমি যদি থাকতে পাশে তাহলে হয়ত-
তোমার কোলে মাথা রেখে থাকতে পারতাম।
তখন দেখতে তুমি মা, কত ক্ষত-বিক্ষত আঘাত আমার গায়ে
যখন বিদায় নিলাম এই  অদ্ভুত জগত থেকে ।
আমি রাজন বলছি মা- বলো কোথায় তোমার আল্লাহ?
যদি তুমি তার পাও দেখা, তবে বিচার দিও মা।
তোমার বুকের মানিক এই আমাকে যারা বাঁচতে দিল না-
সেই নপুংশকদের যেন আল্লাহ বিচার করে।
তা না হলে মাগো তোমার মতো অনেক মায়ের বুক খালি হতে হবে যে।
আমি রাজন বলছি মা- বলো কোথায় তোমার আল্লাহ?