তুমি ছেড়ে গেছো আমাকে
হয়তো আর পাব না তোমার দেখা
এমন কোনো বাদল দিনে-
বরষার প্রিয় কদম ফুল হাতে।
পারব না ছুঁতে একবার সিক্ত হাত তোমার-
যে হাত ছুঁয়ে যাবে বৃষ্টির ফোটা শতবার।
তবু দুঃখ কীসে বলো আমার-------
আমি বারে বারে দেখব ছুঁয়ে
“প্রজাপতির মতো”
তোমার হাতের পরশ লাগা বৃষ্টির ফোটাতে সিক্ত
আমার হাতে দেওয়া তোমার-
প্রথম কদম ফুল।
ভালোবাসি তোমায়---
আমার এই বিশ্বাসে
নেই তো কোনো ভুল।