কুমারী তোমাকে ভালোবেসেছিলাম পবিত্র হৃদয় দিয়ে
কী মূল্য দিয়েছো তুমি তার?
ভেবে দেখ; ভেবে দেখ; ভেবে দেখ; তুমি একবার।
তুমি একবারও বোঝনি ভালোবাসা কী?
কেন প্রেম পবিত্র?
তুমি খুঁজেছো চোরাগলি আর নষ্ট নীড়-
যেখানে ভালোবাসা প্রতিনিয়ত হয় কলঙ্কিত।
তবুও ওগুলোই তোমার প্রিয় স্থান।
যেখানে প্রেমের নামে লুন্ঠিত হয় কুমারীত্ব।
তবুও ওগুলোই তোমার সুখের স্থান।
আমি তা বুঝিনি।
তোমার ভালোবাসা বাঁধনহীন-
মিলনে তোমার সুখ অন্তবিহীন-
তোমার কুমারীত্ব সর্বদাই আমার পুরুষত্বের অধীন-
আমি তা বুঝিনি।
ভালোবাসা নয় চাও তুমি সম্পর্ক-
প্রেম নয় চাও তুমি প্রনয়-
নিষিদ্ধ শরীরকে বিলিয়ে দিতে চাও শুধু অভয়-
আমি তা বুঝিনি।
পত্নীরূপে তোমার হয় না সুখ -
প্রণয়িণী হতে তোমার ব্যকুল মুখ-
মুখের কথা প্রকাশিতে তোমার সুগঠিত খোলা বুক-
আমি তা বুঝিনি।
তুমি খুঁজেছো চোরাগলি আর নষ্ট নীড়-
যেখানে ভালোবাসা প্রতিনিয়ত হয় কলঙ্কিত।
যেখানে প্রেমের নামে লুন্ঠিত হয় কুমারীত্ব।
তবুও ওগুলোই তোমার প্রিয় স্থান।
তবুও ওগুলোই তোমার সুখের স্থান।
আমি তা বুঝিনি।
তাই প্রশ্নবিদ্ধ আমার পুরুষত্ব!
কুমারী তোমায় ধিক,আমার পুরুষত্বকেও শতধিক।