মন নয় শুধু দেহ চাই, প্রেম নয় চাই প্রনয়
মিলনে সুখ চাই, আগুন চাই কামনায়।
শুধু এই মুহুর্তের সুখটুকু দাও, দাও যৌবন সুধা।
তারপরে হারিয়ে যাও, তোমায় দিব না তো বাঁধা।
যদি মনে থাকে আশা, তবে মুখে কেন বাঁধা?
জানিলে লোকে, কলঙ্ক লাগিবে তবে এই তবে ভাবনা?
দেহে আমি দেখিনা তারে লোকে যারে কলঙ্ক বলে-
মনকে আমি চরিত্র মানি তাই ভালোবাসি তারে-
যে নয় অক্ষতযোনীতা, নয় বিবাহিতা, নয় স্বীকৃত এই সমাজে।
বলে তো দিলাম আমি আমার মনের ভাষা মুখে
তবে কী এবার লোকে আমার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে!