মেঘ, আমার বুকে নিয়েছিলে ঠাঁই
বুক পেতে দিয়েছিলাম সেদিন।
এই বুকেতেই জন্ম তোমার ভালোবাসা,
যার মঝে জমা আমার মনের সমস্ত আশা।
আজ কেন রেখে যাও শুধুই ঘৃণা?
আমার জীবনের সৌন্দর্য করেছি তোমাকে
সেই তুমি কেন দুঃখ দিলে আমাকে?
বৃষ্টির ফোটা হয়ে ঝরে গেলে
স্বাক্ষী হলে আমারই কান্নার।
আমার ভালোবাসা নয় এতো ঠুনকো।
আমি তাই মানব না হার
জন্ম জন্মান্তর তোমার জন্য আমি রব উদার।
জানি তুমি ফিরে আসবেই।
যে ভূমিকে শীতল করতে
যাও তুমি আমাকে ছেড়ে।
সেই তোমায় ছাড়িবে বারেবার।
আর আমি কথা দিলাম.........
যতবার তুাম আসবে ফিরে,
ততবার আমার এই খোলা বুক তোমাকে করবে বরণ।
তুমি আমার ভালোবাসা, তোমার আমি থাকব আমরণ।