“মায়া, সে তো বড়ই বেহায়া
সত্যকে পারেনা মানতে।
দেহ আর প্রাণ কত যে আপন -
তবুও প্রাণ, যায় যে ছেড়ে
সবল দেহ জীর্ণ হলে।
আর মায়া প্রাণহীন দেহটাকেও
পারে না ভুলে যেতে।
দেহ পুড়ে ছাই হলেও -
কাঁদে তার স্মৃতি ধরে।””