আমার কবিত্ব আসন পেতেছে আজ
ভালোবাসার উল্টোরথে।
অতঃপর, ছন্দহীন কবি আমি দাঁড়িয়েছি ;
প্রেমিক কবিদের বিপরীতে।
ভালোবাসা নাকি ভাগ্যকে শোভিত করে ,
দেখেছি সকল কবির ছন্দে।
প্রশ্ন আমার ; তবে কবিতার জন্ম কোথা থেকে?
কেন তবে সুরাঞ্জনাদের কাছে নিষেধের আকুতি?
কিংবা, তেত্রিশ বছরের আক্ষেপ?
আমি বলি ;
যে ভাগ্য ভালোবাসার ঊর্ধ্বে যেতে পারে না ;
সে ভাগ্য আর ভালোবাসা চিরকাল গণিতের-
ব্যস্তানুপাতিক সূত্রে চলে।
পৃথিবীতে ভালোবাসা হলো নিকৃষ্টতম লোভী,
স্বার্থপরতায়ও অপরাজেয় ।
ভালোবাসা কখনো ভাগ্যকে শোভিত করে না ;
বরং-নিম্নগামী ভাগ্যকে ত্যাগ করে।
আর, শোভিত ভাগ্যের সাথে আলিঙ্গন করে মাত্র।