তরী পরে আয়েসে,
আছি আমি বসে
মন তবু বিষাদে।
তপ্ত বালু পরে,
তুমি ধীরে ধীরে
গুণ টানো সুখে।
কী বিষম অন্যায়!
বন্ধু শত্রু ন্যায়
এভাবে চলা দায়।
ভুলে যাও প্রীতি,
ছেড়ে দাও রশি,
ডুবে যাক তরী।
খুন হই আমি,
যাত্রা হোক ইতি,
বন্ধু বলে ডাকি।
নতুন যাত্রা পথে,
গুণ ধরি দুজনে
চলব হাসি মুখে।
না হয় একসাথে,
দুজনে নাবিক হয়ে,
কেঁদে যাব বিষাদে।
সে পথে রবেনা,
ছোট বড় হিংসা,
উঁচু নিচু মানা।
সে পথে চলোনা
সব চেনা অচেনা,
সেই চির ঠিকানা।