হেঁটে চলে নিখিল বুড়ো,
হাতে তার চালকুমড়ো।
বাড়ি তার আশায় বুড়ি
বসে বসে খাচ্ছে মুড়ি।
বাজার নিয়ে বাড়ি গেলে,
তবে চুলোই হাড়ি যাবে।
বুড়ো তাই ব্যস্ত বুঝি,
বেড়ে চলে চলার গতি।
পথে কিছু দুষ্টু ছেলে,
হঠাৎ তারে ধরল এসে।
বলে শোনো নিখিল দাদু,
কত নিল তোমার কদু।
কিনছি আজ দুই আনাতে
বুড়ো বলে হাত উঁচিয়ে।
তারা বলে হাতেরটা নয়,
যেটা তুমি রাখছো মাথায়।
বুড়ো তবে জ্ঞানী ছিল,
বুঝে নিল কি রহস্য।
বলে ভাই ওটার কথা,
সে কথা আর বলিস না।
ওটা তো এমনি পেলাম,
ভালোবেসে মাথায় নিলাম।
তাতে আর দুঃখ কিসের,
সামনের দিন তো তোদের।
আমার মতো বয়স হলে,
তোরাও পাবি আসছে হাটে।