জীবিত নয় মৃত
মৃত এবং অভিশপ্ত, জীবন্মৃত সত্য।
হৃদস্পন্দন নেই, অনুভুতি নেই
শ্বাস-প্রশ্বাস কিছু নেই
শুধু অপলক চোখগুলো
অভিশাপগ্রস্ত কিংকর্তব্যবিমূঢ়
দেখছে ব্যবচ্ছেদ
সভ্যতার, সত্যের, ধর্মের।
কি নিরব আর্তনাদ তার!
সবই মিথ্যা, সবই মিথ্যা
এই ধর্ম, এই সত্য, এই সভ্যতা।
ফিরে যাও আদিমতায়
সেখানেই সব সত্য
সবাই জীবন্ত, সকল অকৃত্রিমতা।
ভুল তোমার বিবর্তন,
ভুল মনুষ্য নাম ধারণ।
কে শুনবে
সবাই যে বধির, সবাই লাশ।
জানিনা ডারউইন শুনেছিলেন কি না
সভ্যতার প্রথম শিকার
ধর্ম না জানা বিবর্তনের শেষ বানর
বলেছিল অভিশপ্ত সুরে
সহস্রবছর পর
এ পৃথিবীর নাম হবে লাশকাটা ঘর।