যে চোখে বিভীষিকা দেখেছি,,
সে চোখ তো তোমারি ছিলো।।
সে চোখে কতই না মায়া,,
চাহনিতেও ছিলো যাদু।।
যে মুখে হাসির আস্তরন দেখেছি,,
সেই হাসি তোমারি ছিলো।।
কি মধু ছিলো সেই হাসিতে,,
পৃথিবীর অর্ধেক সুখ যেন বিগলতি হয়ে পড়েছে।।
যে চুলে কালো ছায়া দেখেছি,,
সে চুল বুঝি তোমারি ছিলো।।
কি সিন্গ্ধতা কি পূর্নতা,,
বাতাসে চাঁদরের গায়ে
সবটুকু ঢলে পড়ছিলো।।