এ এক বৃষ্টি স্নানিত প্রহর
চলছে চারদিকে বরষার
অন্যরকম এ মহা উৎসব
যেনো প্রকৃতি উজাড় করে দিচ্ছে
শত দিনের কান্না গুলো
আর সে কান্নায় ভাসছে
কতো গ্রাম কতো এলাকা
কোথাও বা নেমেছে শোকের ছায়া
ঘর হারা হচ্ছে অনেক পরিবার।।
মোহ মায়া ত্যাগ করে
হচ্ছে বিলীন সব সুখ
এক টুকরো স্বপ্ন গুলো ও ভাঙছে কারো কারো
এ যেনো বর্ষার মহাকাল কাব্য
শোকাহত কতো পরিবার বুঝি
লড়ছে কাব্যের প্রতিটা লাইনের সাথে।।
চলছে জীবন যাপন উচ্ছ্বাস ভাসি কষ্টের রেশে
বইছে হাওয়া উড়ছে বাদল মানুষ
নেমেছে বরষার ঘর ছাড়া সমাবেশে।।