চলে যাবেই যদি
তবে এসেছিলে কেন??
আপন ভেবে
শূন্য দুটি হাত ধরেছিলে কেন??
বলে ছিলে তুমি
হারানো পথের ভিড়ে
দাঁড়িয়ে থাকবে তুমি একেলা
আমি খুঁজে নিবো
সেই পথের ছায়া হয়ে
কেটে যায় যদিও সারাটি বেলা।।
চলেই যাবে যদি
তবে ভালোবেসেছিলে কেন??
ঐ তোমার মনে
আমার ছবি যতনে এঁকেছিলে কেন??
বলেছিলে তুমি
হাজারটি বছর এভাবেই
পার করে দিবো দুজনে
যেভাবে দুটি পাখি এক হয়ে
খুনসুটি করে রাত ভোরে
প্রেম বিরহ মধু মিলনে।।
চলে যাবেই যদি
তবে হেসেছিলে কেন??
নীরবতার চাঁদরে
জোছনা বিলিয়েছিলে কেন??
বলেছিলে তুমি
আমি তোমার চাঁদ
আর তুমি আমার
পুরোটা রাত হবে
স্নেহের পরশে এভাবেই তো
আমার মাঝে জড়িয়ে রবে।।