বহুত তো হলো
তোর প্রেমে পড়া।।
অকারনেই মনের দেয়ালে
ভুল করে তোর ছবি আঁকা।।
এবার না হয় কষ্ট কুড়িয়ে দেখি
জরা জীর্ন পাতাল শুকানোর
বৃথা প্রচেষ্টায় মগ্ন হয়ে দেখি।।
অনেক তো হলো
তোর আলো আশায়।।
অপেক্ষার দিন গুলি
ছলনা ভালবাসায়।।
এবার না হয়
ছড়ানো আবেগ একটু হলেও ভুলি।।
মাঝ রাতের একা মনের আর্তনাদ
আর চিৎকার করা সব স্বপ্ন গুলি
হোক না হয় মুছে দেয়া।।
একলা একা কাঁকের মতো
নীরবেই চোখের জল না ফেলে
হোক না এভাবেই বেঁচে থাকা।।