কেনো এতো হতাশা
জীবনে চলতে গেলে
কতো বিপদ ই না আসে
কতো কিছুই না সয়ে নিতে হয়
ভেঙে পড়লে কি চলবে বলো
মনকে শক্ত করতে পারো না??
মানলাম না হয়
স্মৃতি টুকু নাড়া দেয়
শেষ রাতের পশ্চিমে
একাকীত্বের আলিঙ্গনে।।
তবুও বাঁচতে হয় সেই
স্মৃতি টুকুই আঁকড়ে ধরে
আমাকে দেখো না
কিছু হবে না জেনেও
কল্পনাতেই তোমায় ভাবি
রোজ রোজ একটু করে
ভুলের খেয়ালে তোমায় আঁকি।।
জানি তবু বাঁচতে ইচ্ছে হবে না
খুঁজতে ও হবে না আমাকে
প্রয়োজন নেই প্রিয়জন ও নেই
হেরে গেছি আজ তোমাতেই।।
কেনো এতো হতাশা
আশা কি নেই??
জ্বলে না আলো কি দুই নয়নে??
বলো কার অপরাধ
কে কি ই বা ক্ষতি করেছে
যে কিনা যেতে হবেই অন্তিম সয়নে।।