জানা অজানার ভিড়ে
কতকিছুই না লাগে নতুন
শেষ মোহনার তীরে
হারানো স্মৃতি খুজে পায় পুরাতন।।
কতো না গল্প থাকে
শত শত মানুষের দলে
ভালো খারাপের বৈরী হাওয়া
বয়ে বেড়ায় নিকশ কালো মেঘে।।
জানা অজানার ভিড়ে
হাতড়ে বেড়ানো হয় ছায়া পথ
যে পথের কিনারা বেয়ে
হেটে বেড়ায় অজস্র স্বপ্ন গুলো।।
কিছু পূর্ন গুলোও
অপূর্নতায় বাসা বাঁধে
শুরুটাও যেনো মাঝপথে এসে
থমকে দাঁড়ায় হঠাৎ ই নীরবতায়।।