আমি অচিরেই এভাবেই
পৃথিবীর স্বভাবেই।।
দুটি হাত মেলে দাঁড়িয়ে থাকি
তুমি আসবে বলে।।
ছুঁয়ে দিয়ে যাবে বলে
আমার বিশালতা।।
আমি নীরবেই সে ভাবেই
পুরানো কুটিরেই।।
দীর্ঘ শ্বাস ফেলি
অনুভব করি তোমাকেই।।
গভীর রাত্রি জাগি
তুমি ফিরবে বলেই।।
আমার পুরোটা পথ জুটে
মনের সীমান্তেও।।
সঙ্গী হবে আমার
তাই মানি।।
তুমি তো সেই
রোদেলা বিকেল।।
সন্ধ্যা তারার আবছায়া
জানি আমি।।