এ জগত সংসার
বড়ই নির্মম নির্দয়
কেউ কারো নয়
যুগের পর যুগ।।
এ ক্ষান্ত হৃদয়
বড়ই অক্ষয় অবিচল
নেই শান্তির ছিটে ফোঁটা
অসুখের পর অসুখ।।
এ জগত সংসার
বড়ই অদ্ভুত অটল
সময়ের পরিসীমায়
ব্যস্ততা অবশেষে ধরে ফাঁটল।।
গলে পঁচে যায়
কিছু মানুষের মন
চিল শকুনের মতো
কাক্ষিত তাদের চাওয়া।।
অকাতরেই বিলিয়ে দেয়
তাদের বিবেক
ব্যস্ততার বিনিময়ে
করে শুধুই নাটক।।