খেয়া পারাপার হয় গোপনে
মনের একূল হতে ঐ কূলে
মাঝে মাঝে পথ ভুল হয়
দিক হারানো যায় মাঝ পথে
তবু খেয়া পারাপার হয় গোপনে
শত স্রোত উচ্ছ্বাস উপকূলে।।
গভীর রাতে কখনো কখনো
ঘন জলোচ্ছ্বাস ও হয় মন তীরে
ভেসে যায় কতো আকাঙ্খা
পাড়ি দিয়ে ও পথ বহুদূরে
ফের হয় সকাল আলো জ্বলে
আবার খেয়া পারাপার হয় গোপনে।।
শেষ হয়না এ পথ যেনো গতিহীন
তবু তো হাল ছাড়েনা মাঝি
বৈঠা দুহাতে চলে অনবরত প্রতিদিন
হঠাৎ এই যেনো পৌঁছে গেছে
মনে হয় এই তো আর একটু বাকি
তবু ও শেষ হয় না পথ খেয়া পারাপার হয় গোপনেই।।