ক্ষুধার জ্বালা
তাই আজ
স্বপ্ন হারা
দিন শেষে নেই
ঘুম চোখে।।
মরন বেলা
তাই আজ
কান্না মেলা
রাত শেষে সেই
আবার কষ্টরা হাসে।।
নিঠুর খেলা
তাই আজ
বন্ধ সবার
বিবেক দরজা।।
কেউ দুচোখ
মুড়ে কাঁদে
কেউবা মুখ
পুরেই হাসে।।
অর্থ সংকটে
তাই আজ
জন সাধারন
বিপদ প্রান্তরে।।
সময় ও আজ
থমকে গেছে
মৃত্যু মিছিল
শ্বাস চোটে।।
নির্বাক পুরো
জাতি পৃথিবী
প্রকৃতি ও আজ
খুব রেগে।।
ক্ষুধার জ্বালা
তাই আজ
রংধনু সাত
রং হারা।।
মানুষ ও দিচ্ছে
তার রুপ ভেদ
পরিচয় শিক্ষিত
তবু চোর ছেচড়া।।