কি বা লিখবো
কি আছে আর লিখার
কাব্যের লাইন গুলো তো
ঝাঝরা হয় গভীর রাতের আঁধারে।।
একাকীত্বের লগ্নে সঙ্গে নেই
ছায়া পথ ও
হারিয়ে সবি আজ
বেঁচে থাকা ভরসা টুকুও।।
কি বা লিখবো
কি আছে ই বা আর লিখার
শিখতে এসে কত ভুল করেছি
শিখেছি কি তবে কিছু??
উজাতন মন পবন
সব হারিয়ে ফেলেছি
নিয়েছিলাম ভুলে হয়তোবা তার পিছু।।
কি বা লিখবো
কি বা লিখার আছে আর
বড় যাতনা হয়তো কল্পনা সবি মিছে
তবু ও ধরা দেয় হয়তো মোহময়
নিরিবিলি এই আঁধারে হয়তো থাকে সে মিশে।।