নিঝুম কোনো এক রাতে
তোমার অপেক্ষায় বসা আমি
তুমি আসবে বলে ভোরের ঐ
সূর্য স্নানে কাটানো প্রহর গুনি।।
ঝর্নার কোনো এক ফোটাতে
তোমার চাহনিতে তাকিয়ে আমি
তুমি ঝরবে বলে আকাশের ঐ
বৃষ্টি মেলায় ভেজার ই খুনসুটি।।
বাতাসের কোনো এক কণাতে
তোমার মধুর চোখে নীলিমাতে
তুমি এলো চুল উড়াবে বলে
পড়ন্ত বিকেলে আমি কাব্য লিখি।।
সাঁঝের কোনো এক মেলাতে
তোমার কাঁটানো বেলা শেষে
তুমি হাতটি মেলে ইশারার ছলে
লুকোচুরি খেলবে বলে ফন্দি আঁটি।।