মেঠো একটা পথ ধরে
বহুটা পথ পাড়ি দেওয়ার ইচ্ছে।।
যে পথে নেই বাঁধা
নেই নির্মম সময়ের আবছায়া।।
নিজের মতো করে হেটে হেটে
মনের তাড়নার ছুটে যাওয়া।।
পিছে ফিরে চাওয়ার মানে নেই
যেখানে অভিনয়ের কোনো ছায়া নেই।।
শুধু আছে একরাশ জলরাশি
আর রাত্রিতে নিভু জ্বলা প্রদীপ।।
সেই মেঠো পথে
হারিয়ে যাওয়ার ইচ্ছে।।
যে পথে নেই অভিমান
খুনসুটিও নেই।।
নীরব চারিদিক
শুধু প্রকৃতির রুপ যেখানে ঝলমল করে।।
যেখানে প্রবাহিত ঝর্না
নীল সাগরের বুকে আছড়ে পড়ে।।