মৃত্যু পথ যাত্রী মোরা
কেউ রবো না বেশি দিন
কান্না হাসির অভিনয়ে
হয় জীবন রঙিন হয় বেরঙিন।।
তবু হিংসা তবু ঈর্ষা
কেনো ই বা এতো ছল চাতুরী
পথ শেষে তো ফিরবো ঘরে
আঁধার রাতের সঙ্গ চারি।।
মৃত্যু পথ যাত্রী মোরা
কেউ হবো না মৃত্যুঞ্জয়ী
এই আছি এই তো নেই
তবে কেনো এতোই বাহাদুরী।।
তবু নিন্দা তবু ঘৃণা
কেনো ই বা বহু দুষ্ট ফন্দি
হবো তো একদিন সপ্ত লোকে
অষ্ট প্রহর শেষে চির বন্দী।।