ছায়া মেঘের এ খেলায়
বড্ড একেলা এ মন উদাসীন
রোদ্র হাসির মায়ায়
কষ্ট পোড়া গন্ধে আঁকুল মিছে দিন
যত্ত তত্ত হাওয়ায় বয়ে চলে
নীরব আকুলতার অচেনা কন্ঠ যোগ
গল্পে আঁকা নয় কাব্যে রচয়িতা হয়
প্লাবিত হয় অষ্টাদশ সপ্তম প্রহর।।