এই পাগলি মেয়ে শোনো
তোমাকেই বলছি
শুনতে কি পাও না??
তোমার ঐ চোখের মায়ায়
কি আছে বলো তো??
আঁধার রাতের জোঁনাক পোকা
কেন খেলা করে ছলেতে??
কি মিশিয়েছো ঐ কাজলে
ঘুম পরীরা ব্যস্ত হয়ে যায়
তোমায় যেন সাজাতে।।
এই পাগলি মেয়ে একটু শোনো
শুনতে কি পাচ্ছো??
কি আছে তোমার চুলের খোপায়??
নীলের বুকেও ছাপ লেগে যায়
ছড়িয়ে যায় কেন আকাশের বিশালতায়??
বলো কি বা তোমার হাসি মাখা রুপের প্রতিচ্ছবি
যেন উতলে পড়ে কাব্য প্রেমের ঝর্না ধারায়।।