সুখ সে তো
নীল পাখি
দূর আকাশে করে
কিচিরমিচির।।
কিছু ভুল
সেতো খুঁনসুটি
আবেগে দেয় নাড়া
বাকি স্বপ্ন নীড়।।
সেই সুখের দেখা
কজনে পায়
কেটে যায় কারো
বহুটা কাল।।
ব্যস্ত সময় পার হতেই
সন্ধ্যা রাতে নাজেহাল
সুখ সে তো
নীল পাখি
অপূর্ণতার
ভাবুক আঁখি।।
প্রহর শেষে
স্বপ্ন দেশে
নীরবতা জাল
মেঘের পালকি।।