শূন্যতা জীবনের
আরেক গল্প
পিছু ফিরে চাইলেও
নিভে যায় অল্প।।
বাকি থাকে
নীরবতা ধূঁ ধূঁ
বিশাল মরুভূমি
একাকীত্ব প্রান্তর।।
শুরু শেষ নেই জানা
এভাবেই ক্ষান্ত
বিকেলের মেঠো পথ
তাই আজো অন্ধ।।
শূন্যতা জীবনের
মিছে এক কল্প
ভাবনারা অচেতন
সময়েরি স্বল্প।।