তুমি আকাশ হও,,
হও পৃথিবীর সমতল।।
তোমাতেই স্রোতের ভর,,
তোমার মাঝেই আমি অটল।।
তুমি চাঁদ হও,,
নয়বা চন্দ্রীমা উজ্জ্বল।।
তোমাতেই জোছনা,,
ভীড় করে শত তারার দল।।
তুমি কিনার হও,,
হও সমুদ্রের ঢেউ তল।।
তোমাতেই সাঁতার কাটা,,
বাঁচা মরার প্রেম জাল।।
তুমি নীল হও,,
হও সাদা মেঘ।।
তোমাতেই বর্ষিত বৃষ্টি,,
আর ছন্দিত হয় টুপটাপ।।