পৃথিবীর পথে, আনেকটা পথ হেটেছি আমি
ভালোবাসার জলে ও, ভেসেছি আমি।
কষ্ট, য্ন্ত্রনার মাঝে তোমার সন্ধানই করি,
কারন, জান বলে ডেকে ছিলে তুমি।


জান শব্দটি শুনিলে,
কারো মাঝে, নাহি কোন অনুভূতি আসে
তব তোমার মুখে শুনিলে তাহা,
মোর প্রান, আনন্দে ভাসে।


তোমার মনে আছে কি সখি?
যেদিন, তোমার সহিত ছিলোনা মোর মাখা মাখি
তথা, আমি ভালোবাসা যে নাহি মানি।


কখোন, কিভাবে ভালোবাসা দিল ধরা
তোমার সহিত ভাসালাম, জীব্ন তরীর ভেলা।


সময়ের সাথে, ভালোবাসা যে বাড়ে
কাছে পেতে চায় মোন, দুজন দুজনারে।


লোক লজ্জা ছাপিয়া, দুজন দুজনারে জড়াইয়া
দেহতত্ব লীলায়, দিলাম দুজনারে ভাসাইয়া।


আচমকা বলিয়া উঠিলে সখা,
সাত জনম থাকিব তোমার সহিত, দিলাম তোমায় এ কথা
তাহা কি সত্য ছিল, মনে প্রশ্ন জাগে এখন
যখন থাকি একা।


একটু পরেই বলে উঠিলে আবার তুমি
কিছু বলিতে চাই তোমায় সখা,
তোমার মুখে জান শুনিয়া
জান বলিবার অধিকার দিয়েছিলাম তথা।


জান শুনিয়া
আমি ভাসিলাম স্ব্প্ন ভেলায়,
ভাসিব না ডুবিব হায়, কিছু না ভেবে তাই
শব ছাড়িয়া দিলাম আমি, অথই সমুদ্রে ঝাপ।


জান বলে ছিলে তথা, না রাখিলে কোন কথা
দিয়ে ছিলে জীবনের, সবচেয়ে বড় ধোকা,
মনে প্রশ্ন তাই , কেন করলে হায়


উচ্চ স্বরে, হুমকার দিয়ে এ মন বলিতে চায়
ভালোবাসা মিছে হায়,
ভালোবাসার জগতে জান বলিতে কিছু নাই।