লিখব আজ শুধু নিজেকে নিয়ে, জানাব আজ সমস্ত পৃথিবীটাকে
প্রশ্ন করিব গোটা বিচিএ সমাজটাকে,
যাহারা মেতে আছে বৈচিএ ধর্ম বর্ন জাতি ভেদাভেদ লয়ে
ভুল করিলে ক্ষমা করিবেন সকলে


এই সমস্ত পৃথিবীটা জুড়ে, কত শত প্রানী জীবন ধারন করে
এরই মাঝে মানব জাতে, জন্মে ছিলাম মাতৃগর্ভে
ছিলাম  যখন মাতৃগর্ভে, ছিলনা কোন  ধর্ম বর্ন জাতিভেদ আমাতে


ভূপাত হইল যখন পৃথিবীতে, নিশ্বাষ নিয়ে ছিলাম প্রান ভরে
বুঝিতে পারিনি এসেছি এক বিচিএ সমাজে,
যাদের নিকট ছিল বর্ন ধর্ম জাতি ভেদাভেদ সকল কিছুর উর্ধে
যাহা এক দিন আমায় পরিনত  করিবে,
জীবন্ত এক লাশে


আসিলাম আমি বিচিএ এই ধরাতে, সম্মুখে ছিলেন যারা ছিলেন সকলে মানব জাতে
আসিনি আমি কোন ধর্ম বর্ন জাতির বার্তা বয়ে কিংবা কোন জাতি ভেদাভেদ খুজিতে
বিচিএ সমাজের চাপিয়ে দেয়া নিয়মে,
জন্মদাতার বংশ পরিচয়ে, পরে গেলাম সনাতন ধর্মে


আমার বাল্য কাল গেল হাসিতে খেলিতে
যৌবন চলিয়া গেল বিচিএ সমাজের দেয়া নিয়মে
যখন পদরপন করিলাম যৌবনে,
আচঙ্কা ভালোবাসা উকি মারে মন মাজারে


যখন শুনিলাম বালোবাসা পরম পবিএ সকল ধর্ম মতে
বুঝিলাম আমি আসিয়াছি ফিরে শূন্যের কোঠারে


চলোমাণ............