---নষ্ট ফুল---
-----আব্দুস সবুর
পথের মাঝে সন্ত্রাসী করে
কোন সে মায়ের ছেলে?
হয়তো সে ভালো হতো
একটু স্নেহ পেলে।
একদিন তাহার স্বপ্ন ছিল,
দুই চোখের-ই তারায়,
হয়ত সেটা গভীর রাতে
আজও তাকে পোড়ায়।
ডাস্টবিনে সে খুলেছে চোখ,
থাকতে মানা আশা।
অস্ত্র-মুখেই ফোটাতে চায়
প্রতিবাদের ভাষা।
কেন তাকে জন্ম দিল,
পাঁচ মিনিটের ভোগে?
মা কেন তাকে ফেলল পথে,
কোন সে মানের লোভে?
ক্ষুধার জ্বালায় হাত বাড়াল
যখন মোদের দ্বারে,
দেইনি খাবার, বরং তাকে
ধাক্কা দিয়েছি ঘাড়ে।
আজকে তারেই খারাপ বলি,
মাথা করে উঁচু।
ভাবিনা মোরা, আমরাই তাকে
করে দিয়েছি নিচু!!