@@দামাল ছেলে@@
    --- আব্দুস সবুর
--1--
আমি বাংলা মায়ের দামাল ছেলে,
নাই মোর নাইকো ভয়।
আমাই বাংলা মায়ের দামাল ছেলে,
হবে মোর হবেই জয়..
বুকেতে মোর অসীম শক্তি,
বিশ্বে গড়ব ইতিহাস,
মনেতে মোর প্রচণ্ড সাহস,
অসুর শক্তি করব নাশ।
দেখেছে মোর শক্তি-সাহস,
অসভ্য ঐ মারাঠা দল_
অসভ্যদের করেছি বিনাশ,
হেথা আমি হইনি বিফল।
আজও আমার শক্তি-সাহস,
হয়নি রে ভাই হয়নি ক্ষয়।
আমি বাংলা মায়ের দামাল ছেলে,
নাই মোর নাইকো ভয়।

--2--
মনেতে আমার সুরের শক্তি
বৈধ যে তা চিরটাকাল।
অসুর হয়ে আসবে যারা, তারা
দেখতে ভালো, কিন্তু মাকাল।
বাহির দেখে যদিও সবাই ঝুঁকে পরবে তার দিকে।
কিন্তু ক'দিন বাদেই দেখবে,
শক্তি তাহার হইবে ফিকে।
মানুষগুলো সব ফিরে আসবে,
অসুর যে তার থেকে।
সুরের ললাটে চিরটাকাল,
বিজয় আসে চুমু এঁকে।
আমি সুরের চির গোলাম,
মোর শক্তির হবে না লয়।
আমি বাংলা মায়ের দামাল ছেলে,
হবে মোর হবেই জয়।

(চলবে)