যদি আজও মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হয়,
তবে ৪৭এ জীবন দিয়ে কী লাভ হলো?
যদি আজও আমার দেশে বিদেশি ভাষার চর্চা চলে,
তবে ৫২তে জীবন দিয়ে কী লাভ হলো?
যদি আজও মাযলুমের হাহাকারে আকাশ বাতাস প্রকম্পিত হয়,
তবে ৭১রে যুদ্ধ করে কী লাভ হলো?
তবে কি আমি ভাবব,
স্বাধীনতা মানে "জোর যার মুল্লুক তার,
যা ইচ্ছা তাই করা ।"
একি স্বাধীনতা,
নাকি চোরের হাত থেকে বেঁচে গিয়ে
ডাকাতের হাতে পরা?
স্বাধীনতা,
তুমি কি পথের ধারে কুড়িয়ে পাওয়া
বে-ওয়ারিশ কোনো শিশু?
তুমি কি নষ্টা কুমারির অবৈধ
আনন্দের লজ্জার ফসল?
কিন্তু, তোমাকে জন্ম দিতে গিয়ে তো
অনেক জীবন বিলিয়ে দিতে হয়েছে,
মা-বোনদের শ্রেষ্ঠ সম্পদ হারিয়ে গিয়েছে,
শিয়াল-কুকুরে খুবলে খেয়েছে শহিদদের লাষ,
আমরা দাফন করতে পারিনি ।
বিনিময়ে তুমি আমাদের কী দিয়েছ, স্বাধীনতা?
স্বাধীনতা, তবে কি
তুমি শুধুই আলেয়া?