@@ অমানুষ @@
---আব্দুস সবুর
--------১--------
দিন-দুপুরে মানুষ খুন হচ্ছে পথে-ঘাটে,
চারদিকে আজ পশুত্ব শুধু মনুষ্যত্ব গেছে লাটে।
সমাজে আছে দ্বীপদ-জীব, মানুষ কেহ নাই।
এত মানুষের মাঝেও তাই, পশুত্বের গন্ধ পাই।
মানুষ যারা কবরে গেছে, গ্রন্থ-মাঝে কিছু,
এ-সমাজে আছে যারা, তারা পশুর চেয়েও নিচু।
খায় মানুষ হয়ে মানুষের খুন,
গায় নরপশুদের মিথ্যা গুন।
দেয় মানবতার মুখে কালি ও চুন।
ভুলে তাকে, যার খেয়েছে নুন।
ধুন তাদেরকে, তুলো-ধুনা-ধুন।
মানুষ নয় ওরা কেহ, সব মানুষ রূপি হায়না।
উচ্ছেদ কর সমাজ থেকে, ওদেরকে ক্ষমা করা যায় না।।


--------২--------
আল্লাহর আইন বাদ দিয়ে তারা করছে আইন পাস্
অবুঝ তোরা, সেইআইনের জয়ধ্বনি সবে গাস্।
কলুর বলদ, চোখ বেঁধে তোর কাঁধে তুলে দিল ঘানি,
অন্ধ হয়ে সাড়াটি জীবন, গেলি যে তা টানি'।
পেলি না বিনিময় অবজ্ঞা ছাড়া অন্য কোনো কিছু,
সাড়াটি জীবন মাথা ঠুিকস তবু ওদেরই পায়ের নিচু।
যা ছিল মান তাও হারালি
সব হরালি, সব খোয়ালি,
থকলি চিরদিন কুলি ও মালী,
ওরাই সবে ধনী-কামালী,
দেয় তোদেরকে তুচ্ছ গালী
তাই পেয়ে তোরা সবই পেলি?
'সব পেয়েছি' এই ভেবে আর দেখিসনি ওদের বাঁকা হাসি।
এই সুযোগে ক্রমেই তারা মানবতাকে দিচ্ছে ফাঁসি।


--------৩--------
তোদের হাড্ডি 'পরে দিচ্ছ যারা রাজনীতির ঐ রুটির সেক,
বন্ধু কেহ নয়কো তোদের, আসলে ওরা সবাই ফেক্।
আজও ওদের চিনতে যদি ভুল করিস, ওরে ভাগ্যহীন।
ভাগ্যে তোদের নামবে ক্রমে দীর্ঘতর রাত-গহিন।
এমন রাতের সুবহে সাদিক আসতে হবে ঢের দেরী।
নকীব সেজে নীদ-ভাঙ্গা গান স্কন্ধে করে কর ফেরী।
"জাগ্, ওরে জাগ্ সিংহ জাতি,
আসছে তেরে তিমির রাতি,
বক্ষে জ্বালো হেরার জ্যোতি,
হস্তে ধরো কৃপাণ আঁটি,
নইলে হবে অনেক ক্ষতি,
পাবি না স্বাধিন একটু মাটি।"
র'বি পরাধিন, হ'বি না স্বধিন সাড়াটি জীবন ভর।
সময় থাকতে মানব শত্রুদের ধর্, টুটি চেপে ধর্।
লেখক--
নামঃ আব্দুস সবুর।
গ্রামঃ পমগ্রাম।
ডাকঃ শেরকোল।
থানাঃ সিংড়া।
জেলাঃ নাটোর।
মোবাইলঃ ০১৭৩৮৭৭৯৩৯৯