তুমি এসেছ মোর জীবনে,
স্বপ্নের মতো রঙ্গীন হয়ে,
ক্ষণিকের তরে ধুমকেতু হয়ে,
রংধনুর সাত-রং হয়ে।।


তুমি এসেছ মোর জীবনে,
কাল-বৈশাখী ঝড় হয়ে,
বিশ-ধর কাল-ফণি হয়ে,
শনির অভিশাপ হয়ে।।


তুমি এসেছ মোর জীবনে,
গ্রীষ্মের তাপদাহ হয়ে,
বর্ষার প্লাবিত বণ্যা হয়ে।।


তুমি এসেছ মোর জীবনে,
শরতের নীলাকাশ হয়ে,
শীতের হিমবাহ হয়ে,
বসন্তের মৃদু বাতাস হয়ে
পরভৃতের মধুর সুর হয়ে।।


তুমি এসেছ মোর জীবনে,
সাগরের উত্তাল ঢেউ হয়ে,
পাহাড় সম দুর্লংঘ হয়ে,
দুরন্ত উদ্দাম হয়ে।।।


তুমি এসেছ মোর জীবনে,
সবুজ অরণ্য হয়ে,
রাখালী-বাঁশীর সুর হয়ে।।


তুমি এসেছ মোর জীবনে,
সিংহের শক্তি নিয়ে,
উল্কার গতি নিয়ে,
স্রষ্টার বর নিয়ে।।


তুমি এসেছ হে যৌবন,
তোমারই মহিমা নিয়ে।।