ত্রিপ্রহর রাত্রি,
নির্ঘুম যাত্রী,
স্তব্ধ ধরিত্রী,
ঘুম-ভাঙ্গা পাত্রি।
রাগে করে গর-গর,
ঘুম যেনো হল পর।
রাগ যেনো দুধ-সর,
ভর করে শির-পর।
তবুও শান্ত,
খেয়ালটা ভ্রান্ত।
রাতের শেষ প্রান্ত,
সাময়িক খ্যান্ত।
দিন-ভর টেনশন,
চঞ্চল ত্বক মন।
সন্ধায় দেয় ফোন,
ভুল লোক কয় মন।
মনে-মনে ভয় হয়,
লোকে যদি ভুল কয়?
শেষ কালে পরিচয়,
পরিচিত কেউ নয়।
নয় আর যোগাযোগ,
ভালো যেনো কয় লোক।
অতৃপ্ত থাক চোখ,
সকলের ভালো হোক।