একটা জীবন-
যার প্রতিটা পদে পদে ভাঙ্গনের ছোঁয়া,
স্রোতের সঙ্গদেয়া পাড়ের মতো।


একটা জীবন-
সর্বদাই একাকীত্বে ভোগে-
অসংখ্য তারার ভিরে,
প্রাণহীন গ্রহের মতো।


একটা প্রাণ-
অনন্তকাল বেঁচে থাকে-
পরে থাকে লোকালয়ে,
প্রাণহীন মমির মতো।


একজোড়া চোখ-
অবিরত তাকিয়ে থাকে-
মমতার প্রতীক্ষায়, সহানুভূতির আশায়।
তবুও বেঁচে থাকে-
ব্যাথায় বেঁচে থাকে,
নরকের ভয়ে-
আত্মত্যাগী মহাপাপী।


একটা জীবন-
শ্রেষ্ঠ জীবনের, একটা জীবন।