শুধু চৌকাঠে এসে
হেরেছি বারংবার,
আপন চৌকাঠে এসে।।
পৃথিবী আমায় করে কুর্নিশ,
নিত্য পরাজিত যমদূত।
মৃত্যু থেকে জেগেউঠেই পরাজিত আমি।
জ্বলন্ত দিবাকরের মাথায় বসে-
অন্ধকার করে খুজি নিত্য প্রতিকার।
আর হেরে যাই বারংবার,
আপন চৌকাঠে এসে।।
আপন কুঞ্জ কারবালা সমকক্ষ-
যমদূতের আখড়া,
আপনার মাঝে আপনি প্রতিবেশী
যমদূত সহকারী আপন চৌকাঠ।
অপ্রত্যাশিত হলেও চিরো সত্য
আপন চৌকাঠর ক্রুশাঘাতে ক্ষতবিক্ষত।
মায়াজালে হেরেগেলাম অবশেষে-
আপন চৌকাঠে এসে।