স্বপ্ন ছিলো ইতিহাস গড়ার,
প্রথম আত্ম চিরৎকারেই সে কথা জেনেছিল পৃথিবী।
এসেছিলাম সমযোতার বন্ধন সৃজিতে
আদমের পাঞ্জর ভেঙ্গে।
মস্তকাঘাতে ভেদকরে স্বর্গের দুয়ার
এসেছিলাম কাঁপাতে তরণী-
শক্তি সাহস উভয় ছিলো, আছে
তবু হেরে গেলাম হুতুম পেচার কাছে।
নাওয়া নেই, খাওয়স নেই, বিছানা নেই
অর্শসম বিশ্রাম ডলফিনসম নিদ্রা
কারাযেন লেখছে মানুষের পরাজয়-
প্রফুল্ল কোকিল কাঁদে বিরাণ এ নগরে
আগাছায় ভরে গেছে নগরী-
তবুও হৃদয় ছিড়ে কুহুতান-
বেশ্যানগরে খোঁজে বাউল বাতাস
জীবনের সব মুদ্রা যেন আজ তাসের
আজ সমস্ত চিৎকার যেন দুমুঠা ভাতের।