ঝিঝি পোকার গানের তালে
মনে আনন্দের ধুম,
পাখিদের রব কিচিরমিচির
ভোর বেলায় ভাঙ্গে ঘুম।
চারিদিকে হলদে রঙে
প্রকৃতির কি খেলা!
সরষে ফুলের মধু নিতে
মৌমাছিদের মেলা।
সরিষা খেতের পাশেই রয়
আধা হাটু জল,
হাত বুলিয়ে মাছ ধরে সব
পল্লী ছেলের দল।
সরষে তুলেই ধানের চাষ
ব্যস্ত কৃষকেরা,
নতুন ধানে ভরলে গোলা
মহা খুশী তারা।
বর্ষা এলে ঢেউয়ের তালে
নাচে কৃষাণীর মন,
দূরদূরান্তে যাত্রাপালা
আনন্দঘন ক্ষণ।
আয়রে তোরা দেখবি কারা
স্বর্গের সাথে মিল,
দুচোখ ভরে নতুন করে
দেখেনে চলনবিল।