আবির্ভাবের মহাখুশিতেই আত্মহারা
যতসব অপদার্থের দল
দেখনা মায়ের স্বাস্থ্য
করেনা শিক্ষার প্রসার
নেই সঞ্চয়ের ধারা
সন্তানের ভবিষ্যৎ।
অতীত কবর দিতে হয়েছে বৈরাগী
জমিতে দূর্বাঘাসের প্রজনন
এ যেন এক ফুটবলমাঠ।
সংসার রেখে হয়েছে ধর্ম যাজক
দু'পায়ে নাচে প্রজাপতি-
ইসলাম তিরস্কার জানায় ওদের।
মুখে বলে খোদা খোদা,
অন্তর কুমন্ত্রণার কারখানা-
বুঝি দজ্জালের আবির্ভাব সন্নিকটেই।
আগাছায় ভরে গেছে তরণী
সবুজের বুকে যেন-
এক শিখা অনল।
বাতায়নের ধারে বসে ভাবছে পরকালের কথা
তবুও ফজর ওয়াক্তে নির্দিধায় করে আরাম,
মাথাপিছু নেই এক শতাংশ জমি
তবু বলে বেড়ায়,
কনডম আর মায়াবড়ি হারাম।