আমিও স্মার্ট হতাম
যদি আমার ঘরে দর্পণের বর্তমান হতো
যদি আপনার মুখটি,চুলের ভাঁজ, নাকের ময়লা স্বচক্ষে দেখতে পেতাম
যদি মুদ্রার হিসাবে দক্ষ হতাম
যদি আয়ের উৎস পেতাম
আমি আরো স্মার্ট হতাম।
আমি স্মার্ট হতাম-
যদি আমায় কেউ উপদেশ দিতো
পাশে বসে দুখের নয় সুখের কথাই বলতো
ভালোবাসুক বা নাবাসুক
অন্তত রাগ করতো
আঁধারে না হোক আলোতেই পাশে থাকতো
যাকে মনের কথা বলতাম
আমিও স্মার্ট হতাম।
যদি থ্যাকথ্যাকে কাঁচা ঘাঁয়ে কেউ লবণ ছিটাতো
কেউ ব্যথা ভরা হৃদয়ে ধুপশলার কাঠি পুঁততো
কেউ গোধুলীর ন্যায় অভিমানের জাল ফেলতো
আষাঢ়ের ন্যায় পাশে থেকে ভেজাতো বুক
সে জলে ঘাঁয়ের রূপ আরো বিকৃত হতো
তা দুচোখ ভরে দেখতাম আর দীর্ঘ শ্বাস ফেলতাম
আর আমি স্মার্ট হয়ে যেতাম।